ইয়েমেন যুদ্ধে ১০ হাজারের বেশি শিশু নিহত

88
ইয়েমেন যুদ্ধে ১০ হাজারের বেশি শিশু নিহত

ইয়েমেনে ২০১৫ সালে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘ বলছে, ২০২০ সালে হুতিদের নিয়োগ দেওয়া প্রায় দেড় হাজার ‘শিশুযোদ্ধা’ নিহত হয়েছে। পরের বছর নিহত হয়েছে আরও শত শত শিশুযোদ্ধা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা এখনো শিশুদের যুদ্ধের কাজে নিয়োগ দিচ্ছে। মতাদর্শ প্রচার করতে তারা বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সেনাদের বিমান হামলায় এখনো বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে।

ইয়েমেন যুদ্ধে ১০ হাজারের বেশি শিশু নিহত

৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল বলছে, হুতি বিদ্রোহীদের নিয়োগ দেওয়া ১ হাজার ৪০৬ শিশু ২০২০ সালে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। এ ছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে আরও ৫৬২ শিশু।

যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া শিশুদের বিভিন্ন স্লোগান শিক্ষা দিয়ে থাকে হুতিরা। ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ইহুদিদের অভিসম্পাত’, ‘ইসলামের জয় হোক’ এসব স্লোগান দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একটি ক্যাম্পে সাত বছরের এক শিশুকে অস্ত্র পরিষ্কার করতে ও রকেট এড়িয়ে চলা শেখাতে দেখা যায়।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here