মধ্যভারত ছিল সমুদ্রের নিচে!

87
feature_57119এক সময় মধ্যভারতের বিস্তীর্ণ অংশজুড়ে যে সমুদ্র ছিল, তা একাধিকবার দাবি করেছেন বহু প্রত্নতাত্ত্বিক। এই দাবির পক্ষে বেশ কিছু প্রমাণও মিলেছে সাম্প্রতিক অতীতে। সম্প্রতি মধ্যপ্রদেশে পাওয়া একটি জীবাশ্মে আরেকবার প্রমাণ হল, কয়েক কোটি বছর আগে মধ্যভারত ছিল সমুদ্র। শুধু তাই নয়, বিজ্ঞানীদের প্রাথমিক অনুমাণ, এখনও পর্যন্ত আদিম পৃথিবীর যত জীবাশ্ম পাওয়া গেছে, তার মধ্যে এই জীবাশ্মটি অন্যতম প্রাচীন। বয়স প্রায় ৮ কোটি ৬০ লাখ বছর।
মধ্যপ্রদেশের ধার অঞ্চলে মিলেছে আদিম ঝিনুকের জীবাশ্ম। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই জীবাশ্মের বয়স প্রায় ৮ কোটি ৬০ লাখ বছর। অর্থাৎ সাড়ে ৮ কোটি বছর আগে মধ্যপ্রদেশের ওই অঞ্চলে সমুদ্র ছিল। তাই সামুদ্রিক প্রাণীদেরই জীবাশ্ম মিলছে। ক্রাসোস্ট্রিয়া প্রজাতির এই ঝিনুকের জীবাশ্মটির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিক বিশাল ভার্মা।
তাঁর মতে, নর্মদা উপত্যকা যে এক সময় সমুদ্রের নীচে ছিল, তার সবচেয়ে প্রাচীন ও জোরাল প্রমাণ এই জীবাশ্ম। মধ্যপ্রদেশের ধার অঞ্চলে এর আগেও সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম মিলেছে
বিশাল জানিয়েছেন, ২০১২ সালেই ধার অঞ্চলে প্রায় ১০ কোটি বছরের পুরনো হাঙরের হাড় ও দাঁতের জীবাশ্ম পাওয়া গেছে। এছাড়াও মিলেছে বহু ডাইনোসরের জীবাশ্মও