Home > দেশজুড়ে > ঢাকার বাইরে > সপরিবারে ভোট দিলেন আনিসুল

সপরিবারে ভোট দিলেন আনিসুল

সপরিবারে ভোট দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক। মঙ্গলবার সকাল ৯ টা ৩২ মিনিটে বনানী বিদ্যা নিকেতন স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে ছিলেন ৯২ বছর বয়সী বাবা মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম, দুই ভাই, এক বোন, এক ছেলে, এক মেয়ে ও তার স্ত্রী রুবানা হক।

ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক। আজ সবাই খুব উৎফুল্লভাবে ভোট দিচ্ছেন। এসময় নগরবাসীকে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।’