সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

21

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ বুধবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার ভেটখালী তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫) ও পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে রিয়াদ গাজী (৭০) এবং পাতড়াখোলা গ্রামের আমজাদ আলীর স্ত্রী সাজেদা বেগম (৩৫)।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, সব জায়গায় খোঁজ-খবর নেয়া হচ্ছে।

শ্যামনগরের গাবুরা গ্রামের কৃষক আনিস রহমান জানান, সকালে সাজেদা বেগম মাঠ দিয়ে পানি আনতে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন। অপর দু’জন আবদুল হামিদ ও রিয়াদ গাজী বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হয়। এতে দু’জনই মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন গোপালপুর গ্রামের সুবল বিশ্বাস ও তার স্ত্রী শিখা বিশ্বাস। তাদের সবাইকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বজ্রপাতে একটি গরুও মারা গেছে বলে জানিয়েছেন গ্রামবাসী।