সাঁতরে মক্কা যাওয়ার পথে সাগর থেকে যুবক উদ্ধার

228
সাঁতরে মক্কা যাওয়ার পথে সাগর থেকে যুবক উদ্ধার

মালয়েশিয়া থেকে সাঁতরে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা যাওয়ার পথে সাগরে ভাসমান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ পেনাংয়ের কাছে সমুদ্র থেকে ২৮ বছর বয়সি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আরব নিউজের।

কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার এ দুঃসাহসিক অভিযানে নামে মালয়েশিয়ার এ যুবক। গত সোমবার তাকে দ্বিতীয়বার সাগর থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে তার মানসিক স্বাস্থ্য পরিক্ষা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পেনাংয়ের তানজুং সিটি ম্যারিনা এলাকা থেকে সাঁতার শুরু করে মক্কার উদ্দেশ্যে।

তানজুং সিটির পুলিশপ্রধান এসিপি সোফিয়ান সেনটং জানান, অনেক মানুষ ফোন করে পুলিশকে জানায় সাগরে এক যুবককে তারা ভাসতে দেখেছেন। অনেকে এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

মুহূর্তে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ উদ্ধারকর্মীদের সহায়তায় ওই যুবককে উদ্ধার করে।

তানজুং সিটির পুলিশপ্রধান আরও জানান, গত ১২ জুলাইও সাগরে সাঁতার শুরু করলে তাকে উদ্ধার করা হয়।

তানজুং সিটির পুলিশপ্রধান এসিপি সোফিয়ান সেনটং আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৌদি আরবগামী বিমান ও জাহাজ বন্ধ থাকায় পবিত্র নগরী মক্কায় যাওয়ার জন্য সাগরে সাঁতার শুরু করেন তিনি।

এ কথা শুনে পুলিশ আগে তার ড্রাগ টেস্ট করায়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।