নেপালে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশংকা

22

নেপালে ভুমিকম্পের পর সেখানে পানিবাহিত নানা ধরনের অসুখ ছড়িয়ে পড়ার আশংকা তৈরী হয়েছে।

১২ টি দাতা সংস্থার এক প্লাটফর্ম ইউকে ডিজাস্টার ইমার্জেন্সি বলছে ভুমিকম্পে সেখানে পয়:নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

বহু মানুষ খোলা যায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে।

পানির উৎসগুলো দুষিত হয়ে পড়ছে।

যার ফলে ভুমিকম্প আক্রান্ত মানুষজনের জন্য বাড়তি ঝুকি নিয়ে আসতে পারে নানান ধরনের অসুখ।

কলেরা, ডিসেন্ট্রিসহ অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে পরার আশংকা করা হচ্ছে।

সংস্থাটি বলছে কিছু এলাকায় ইতিমধ্যেই ডায়রিয়া ও শ্বাসকস্ট জনিত অসুখের কথা শোনা গেছে।

নেপালে প্রায়ই কলেরা দেখা যায়।

২০০৯ সালে দেশটিতে কলেরায় তিন লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছিল।

সংস্থাটি বলছে বর্ষা মৌসুম আসার আগেই তাই নিরাপদ পানি ও পয়:নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর তা না হলেই বিপদ।

২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভুমিকম্পে এখোনো পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭ হাজারে।

দেড় লাখের মতো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

সূত্রঃ বিবিসি