Home > খেলা > আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রিচার্ডসন

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রিচার্ডসন

ব্যাক্তিগত কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে শুক্রবার নাম প্রত্যাহার করে নিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার কেন রিচার্ডসন।

আইপিএলে একই দলে শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, জেমস ফকনার এবং বেন কাটিং এর সঙ্গে যোগ দেয়ার কথা ছিল ডান হাতি ফাস্ট বোলার রিচার্ডসনের। তবে অংশ নিচ্ছেন না বলে শুক্রবার ঘোষণা দেন তিনি।

নিজের টুইটার একাউন্টের মাধ্যমে ২৪ বছর বয়সী রিচার্ডসন বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি ব্যাক্তিগত কারণে এ বছরের আইপিএল মিস করছি আমি। দলে নেয়ার জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। শুভ কামনা!# সব সময়ই একজন রয়্যাল।’

২০১৩ সালে অভিষেক হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে আটটি ওয়ানডে ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন রিচার্ডসন।