১৫০ বাংলাদেশীকে আজ ফেরত দিচ্ছে মায়ানমার

77

সাগরে ভাসমান অবস্থায় মায়ানমার সীমান্ত থেকে উদ্ধারকৃত ২০৮ জন অভিবাসীর মধ্যে ১৫০ জনকে আজ সোমবার বাংলাদেশের কাছে ফেরত দিচ্ছে মায়ানমার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্তে বিজিবি ও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেয়া হবে বলে বিজিবি জানিয়েছে। সকাল সাড়ে ১০ টায় ঘুনধুম ঢেকিবুনিয়া সীমান্ত পয়েন্টে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ২১ মে সাগরে ভাসমান অবস্থায় মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে তাদের দেশে নিয়ে যায়। এদের মধ্যে ২০০ জনই বাংলাদেশী বলে মায়ানমার দাবি করে। বিজিবি মায়ানমার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশীদের তালিকা চেয়ে পাঠালে মায়ানমার প্রথমে ক্রুটিপূর্ণ তালিকা পাঠায়। পরে আরো একটি তালিকা পাঠানো হলে সেখান থেকে ১৫০ জন বাংলাদেশীকে চিহ্নিত করা হয়। এদেরকে আজ পতাকা বৈঠকের মাধ্যমে মায়ানমার ফেরত দিচ্ছে।