সাগরে ভাসমান বাংলাদেশীদের উদ্ধারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

73

সাগরে ভাসমান এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারকারীদের হাতে বন্দী বাংলাদেশী নাগরিকদের উদ্ধারে সরকারের ব্যর্থতাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে এবং তাদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস-এর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট তাজুল ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হযেছে। আগামীকাল আদালত আদেশের দিন ধার্য করেছে।

এ বিষয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, রিট আবেদনে আমরা মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের বিচারে ট্রাইবুনাল গঠনের আবেদন জানিয়েছি। আমরা মানবাধিকারের পক্ষে মানবিকতার দাবি নিয়ে এ আবেদন করেছে। আদালত শুনানি গ্রহণ করেছে। আমামীকাল অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনার জন্য ও আদেশের জন্য সময় ধার্য করা হয়েছে।