শিগগিরই জামায়াত বিচারে আইন মন্ত্রিসভায় : আইনমন্ত্রী

60

অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার দুপুরে হোটেল সোনারগাঁয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘অপেক্ষা করুন। প্রস্তুতি চলছে, জামায়াতের বিচারে আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে।’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিঙ্গাপুর এলএলপি যৌথভাবে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল বক্তা ছিলেন রাজা অ্যান্ড টান এর আঞ্চলিক প্রধান ফ্রান্সিস জেভিয়ার। তিনি তার বক্তব্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বিশেষ করে রাষ্ট্রের উন্নয়নে আরবিট্রেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।