‘পর্যবেক্ষণ ২ মিনিটের বেশী নয়’

31

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৬ নম্বর ওয়ার্ডের বিপিন রায় বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সাব-ইন্সপেক্টর এ রশিদ বললেন, ‘পর্যবেক্ষণ দুই মিনিটের বেশী নয়।’ এ ঘটনায় প্রিসাইডিং অফিসার মো. ইসরাজুল হককে বিব্রত হতে দেখা গেছে। এ কেন্দ্রে পুরুষ ভোটার ২ হাজার ২৮০ জন এবং মহিলা ভোটার ২ হাজার ১৭ জন।

মো. ইসরাজুল হক বলেন, ‘ভোট চলছে। সবগুলো বুথ এখনো পরিদর্শন করতে পারিনি। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা সকাল ৮টার পর আসতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। কিন্তু আমি আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

সাব-ইন্সপেক্টর এ রশিদ এই প্রতিবেদকদের ‘দুই মিনিটের বেশী থাকার নিয়ম নেই’ বলে কেন্দ্র থেকে বের করে দেন।

ভোটকেন্দ্রে উপচেপড়া ভিড়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের কে এল জুবলি স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৪৩ নম্বর ওয়ার্ডের কে এল জুবলি স্কুল এ্যান্ড কলেজে মোট ৪টি ভোট কেন্দ্র, যার মধ্যে একটি করে পুরুষ ও নারী কেন্দ্র এবং বাকি দুটি কেন্দ্র পুরুষ ও নারী উভয়। এ চারটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯১৫ জন।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রুহুল মোমিন আক্ষেপের সঙ্গে বলেন, ‘এখানে প্রায় সব কাজই আমার করতে হচ্ছে। ভোটের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তেমন কিছুই জানেন না।’

তিনি আরও বলেন, ‘ভোটের শুরু থেকেই ভোটারদের উপস্থিতি অনেক ভাল।’

নার্গিস নামে এক নারী ভোটার বলেন, ‘ভোটের দিন ভোট দিতে এসেছি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ নম্বর ওয়ার্ডের সেন্ট গেগ্ররি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফরাশগঞ্জ সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৪৪ নম্বর ওয়ার্ডের বানিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৪৬ নম্বর ওয়ার্ডের ফজলুল হক মহিলা কলেজ কেন্দ্র, ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভাল উপস্থিতি দেখা গেছে।সৌজন্যে: দ্য রিপোর্ট