সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫, আহত ২৭

25

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন।

নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার চিলামারী উপজেলার পাথরঘাটা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী চায়না খাতুনের (২০) পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারী থেকে ঢাকাগামী অনিক পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুই নারীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চায়না খাতুন মারা যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুদ্দিন দুর্ঘটনায় তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।