বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

30

আইন করে চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে কার্যকর হওয়া এই আইনটির অনুমোদন দেয়া হয় ২০১৪ সালের নভেম্বরে।

আইন অনুযায়ী, বেইজিংয়ের রেস্তোরাঁয়, কোনো অফিসে বা যানবাহনে ধূমপান করা যাবে না। কেউ সিগারেট ধরালে দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য তাকে জরিমানা দিতে হবে ২০০ ইউয়ান (২৫৬০ টাকা)। আর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ আইন কার্যকরের ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানকে ১০ হাজার ইউয়ান জরিমানা করা হবে।

ধূমপাণবিরোধী প্রচারণায় শিশুরা আইনের প্রয়োগ নিশ্চিত করতে কয়েক হাজার পরিদর্শক নগরিটিতে মোতায়েন করা হবে। চীনে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী আছেন। দেশটিতে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়