জয়েন্ট জাপান বিশ্বব্যাংক স্কলারশিপ : সম্পূর্ণ ফ্রি মাস্টার্স

28

studentsআপনার কি ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন? স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে চান? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনার জন্যই জয়েন্ট জাপান বিশ্বব্যাংক নিয়ে এল গ্র্যাজুয়েট স্কলারশিপ। তাও আবার সম্পূর্ণ ফ্রি! কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক কি করতে হবে আপনাকে এই বৃত্তি পেতে হলে…

সুবিধাসমূহ:
* যাতায়াত ভাড়া প্রদান করা হবে (নিজের দেশ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে)
* টিউশন ফি
* স্বাস্থ্যখাতে যাবতীয় খরচ
* বইয়ের জন্য খরচসহ থাকা খাওয়ার খরচ (মাসিক)

যোগ্যতা:
* বিশ্বব্যাংকের সদস্যভুক্ত দেশের জাতীয়তার অধিকারী
* একসাথে দুটি শিল্পায়িত দেশের নাগরিক হওয়া যাবেনা
* এক্সিকিউটিভ ডাইরেক্টর/ তার সমমানের পোস্ট/ বিশ্বব্যাংক গ্রুপের কোন কর্মচারী/ কনসালটেন্ট/ আইন সংক্রান্ত পোস্ট থাকা যাবেনা
* ২০১২ সালের আগে ব্যাচেলর ডিগ্রির অধিকারী
* ব্যাচেলর ডিগ্রি অর্জন করার পর থেকে নূন্যতম ৩ বছরের উন্নয়ন সম্পর্কিত অভিজ্ঞতা (অথবা সমমানের বিশ্ববিদ্যালয় ডিগ্রি)
* সকল নিয়মকানুন মেনে নিতে রাজি থাকা
* পড়াশুনা চালিয়ে যেতে পারার মত সুস্বাস্থ্যের অধিকারী হওয়া

আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ, ২০১৫

আবেদনের নিয়মাবলী:
প্রিফারড মাস্টার্স প্রোগ্রামের জন্য পড়তে ইচ্ছুক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। সেই সাথে স্কলারশিপের জন্য সরাসরি স্কলারশিপের সাইটে আবেদন করতে হবে।

পার্টনার মাস্টার্স প্রোগ্রামের জন্য অন্ততপক্ষে একটি পার্টনার বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আপনাকে জানিয়ে দেবে আপনি নির্বাচিত হয়েছেন কিনা। নির্বাচিত ছোট তালিকাতে আপনার নাম থাকলে আপনাকে বৃত্তি প্রদান করা হবে।

ক্লিক ক্লিক:

প্রিফারড মাস্টার্স প্রোগ্রামের জন্য ক্লিক করুন: Preferred Programs

পার্টনার মাস্টার্স প্রোগ্রামের জন্য ক্লিক করুন: Partnership Programs

অনলাইন এপ্লিকেশনের জন্য ক্লিক করুন: Application

স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট: Joint Japan World Bank Graduate Scholarship Program