‘পাকিস্তানের চেয়ে বাংলাদেশের ব্যাটিং ভালো’

50

বিশ্বকাপের পরই যেন বাংলাদেশের ব্যাপারে একটু নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বের নামী-দামী সব বোদ্ধাদের প্রশংসা পাওয়া থেকে শুরু করে তাদের সমীহও আদায় করে নিতে পেরেছে মাশরাফিরা। আসন্ন পাকিস্তান সিরিজের আগেও তেমনটাই ঘটতে যাচ্ছে। তাই এ নিয়ে নিজেদের দলকে সতর্ক করে দিলেন পাকিস্তানের রমিজ রাজা। এনডিটিভি স্পোর্টসকে তিনি বলেন, ‘একটা ব্যাপার আমি সাফ বলে দিতে চাই, বাংলাদেশ এখন বদলে গেছে। বিশ্বকাপে ওরা প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিল। আর এই মুহূর্তে ওদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো। তাই ওদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।’ আগামী ১৭ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে হাড্ডহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন সাবেক এই পাকিস্তানী কিংবদন্তী। তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের লড়াইটা খুব সহজ হবে না। আমার মনে হয় গোটা সিরিজজুড়েই হাড্ডাহাড্ডি লড়াই হবে।’