ছিন্ন হচ্ছে ক্রিকেটার-চিয়ারলিডার সম্পর্ক!

19

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কি শুধু ক্রিকেট? প্রশ্নের উত্তরটা অবশ্যই ‘না’! আইপিএলে ক্রিকেটের আড়ালে দেখা যায় টাকার খেলা, দেখা যায় বিজ্ঞাপনী সংস্থাগুলোর ‘বাম হাত ঢোকানো’, দেখা যায় চিয়ারলিডারদের নর্তন-কুর্দন।

তবে, এবার অন্তত চিয়ারলিডারদের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চিয়ারলিডারদের থেকে ক্রিকেটারদের শত হাত দূরে রাখতে চাইছে বোর্ড৷ এমনকী, এক হোটেলে তাঁদেরকে রাখা ও একই বিমানে যাতায়াতও নিষিদ্ধ করতে চলেছে বিসিসিআই৷

এর আগে, আইপিএল সিক্সে স্পট ফিক্সিংয়ের ভূত আবির্ভূত হওয়ার পর ‘আফটার পার্টি’ নিষিদ্ধ করেছিল বিসিসিআই৷ আর এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আগে চিয়ারলিডারদের সঙ্গে ক্রিকেটারদের একই হোটেলে রাখা হত৷ প্রায়শই তাঁরা একই বিমানে যাতায়াত করতেন৷ এর ফলে তাঁদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকত৷ ২০১১-এ গ্র্যাব্রিয়েলা পাসকুয়ালোতোর কথা অনেকেরই মনে আছে৷ ও নিজের ব্লগে লিখেছিল যে, ক্রিকেটাররা আফটার পার্টিতে ওর সঙ্গে অশালীন আচরণ করেছিল৷ আমি শুধু চিয়ারলিডারদেরই দোষ দিচ্ছি না৷ অনেক সময় পার্টিতে ক্রিকেটাররাও নেশার ঘোরে কিংবা কারোর দ্বারা প্রভাবিত হয়ে চিয়ারলিডারদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে৷’

তিনি আরও বলেন, ‘চিয়ারলিডাররা থাকলেই সমস্যা বাড়ে৷ তাই ওরা না-থাকাই বাঞ্ছনীয়৷ বিসিসিআই চিয়ারলিডারদের আয়োজন করে না৷ প্রাইভেট কিছু এজেন্সি রয়েছে যারা মূলত দক্ষিণ আফ্রিকা ও বিদেশ থেকেই চিয়ারলিডারদের নিয়ে আসে৷’