বাজারে আসছে মন ভালো করতে ডিজিটাল ড্রাগ

14

কাজের চাপে মাথা ঠিকঠাক কাজ করছে না? এনার্জির ঘাটতি হচ্ছে? অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন ? সাতপাঁচ না-ভেবে সাহায্য নিন বিশেষ এক ডিভাইসের, বিশেষজ্ঞরা যাকে বলছেন বিশ্বের প্রথম ডিজিটাল ড্রাগ। নাম দিয়েছন Thync।
যেহেতু ডিজিটাল ড্রাগ, সেবনের প্রয়োজন পড়ে না। এই ওয়ারলেস ডিভাইসটি যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই জেমি টেলর অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক। টেলর জানান, মাত্র ৫ মিনিট ব্যবহার করলেই, কাজ হাসিল। ফের চার্জড হয়ে যাবেন। তখন অবসাদ কাটিয়ে চনমনে বোধ করবেন। আপনার নার্ভগুলোকে সক্রিয় করে তুলবে।
জানা গেছে, খুব শিগগিরই বাজারে আসতে চলেছে Thync-এর অ্যান্ড্রয়েড অ্যাপ। তবে, এটিকে মেডিক্যাল ডিভাইস হিসেবে এখনই স্বীকৃতি দেয়া হচ্ছে না। যে কারণে Digital Drug বলা হলেও, ক্লিনিক্যালি কোনও পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। দাম রাখা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৯,১৫০ টাকার মতো। ব্যবহারের ৩০ দিনের মধ্যে সন্তুষ্ট না-হলে, ডিভাইসটি ফেরতও দিয়ে দিতে পারবেন।

সূত্র: এই সময়