খুলনায় বৃষ্টিতে ভবন ধস, স্কুল ছাত্রী নিহত

81

টানা বর্ষণে খুলনায় ঝুঁকিপূর্ণ পুরনো ভবনের ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা (১৩) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে নগরীর আহসান আহমেদ রোডের একটি দ্বিতল ভবনের মাঝ বরাবর ধসলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আবিদা আরিফিন শাপলা ওই এলাকার ইমামুল হাকিম টিটোর মেয়ে।

প্রতিবেশিরা জানান, সে ও তার পরিবারের সদস্যরা নগরীর ৫১ আহসান আহমেদ রোডস্থ নিজ বাসভবনে সেহরি খেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সকালে দ্বিতল ভবনের মাঝ বরাবর ধসে ঘুমন্ত শাপলার ওপর পড়ে। এতে সে মারাত্মক আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইমামুল হাকিম টিটো জানান, একই সময় পাশের কক্ষে ছোট ছেলে ফয়সালসহ অন্যরা থাকলেও তারা অক্ষত রয়েছে।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ভবনের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু করেছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পুরনো এ ভবনটির ভিত নড়বড়ে হওয়ায় ছাদের একাংশ ধসে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, নিহত শাপলা নগরীর সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।