তিন মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি ৪ মে

27

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা দুটি মামলা এবং দুর্নীতির অভিযোগে এক মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন শুনানির দিন পিছিয়ে আগামী ৪ মে পুনর্নির্ধারণ করেছে হাইকোর্টের দুটি বেঞ্চ।

মির্জা আব্বাসের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে সোমবার নতুন এ তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নিরাপত্তাহীনতার কারণে আব্বাস আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করা হয়।

এই তিনটি মামলায় আগাম জামিন আবেদন শুনানির জন্য সোমবার হাইকোর্টের কার্যতালিকায় ছিল।

এর মধ্যে নাশকতার অভিযোগে দুই মামলায় জামিন দেয়ার ক্ষেত্রে হাইকোর্ট এর আগে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিল। পরবর্তীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই আবেদনটি শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের একক বেঞ্চে প্রেরণ করেন।

অন্যদিকে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ এনে দায়ের করা মামলার আগাম জামিনের শুনানি হওযার কথা ছিল বিচারপতি সৈয়দ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে। এই বেঞ্চও ৪ মে দিন পুনর্নির্ধারণ করেছে।