সাভারে জিটিএফসি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

80

প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উদযাপন করেছে সাভারের জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সকাল ৯টায় জিনজিরা ক‍্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের ভাইস চেয়ারম্যান ও ক‍্যাম্পাস পরিচালক শরীফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জিটিএফসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি মো.বাকীবিল্লাহ, প্রিন্সিপাল মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন কলমা ক‍্যাম্পাসের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন জাহাঙ্গীর আলম।
বেলা ১১টায় কলমা ক‍্যাম্পাস থেকে বর্ণাঢ‍্য শোভাযাত্রা বের করা হয়। এটি কলমা বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কলমা ক‍্যাম্পাসে কেক কাটা হয়।

উল্লেখ্য  ‘নেতৃত্বের জন শিক্ষা’ -এই স্লোগানকে ধারণ করে ২০১৩ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ। মাত্র পাঁচ বছরে পাবলিক পরীক্ষার ফলাফলসহ বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে সুনাম ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here