বাংলাদেশ ৮ উইকেটে ৩২৫ রান

20

প্রথম দিনে চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেই বেলা শেষের গান শুরু হয়েছে বাংলাদেশের ইনিংসে। ৩১২ রানেই আট উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশ ৮ উইকেটে ৩২৫ রান করেছে। শুভাগত হোম ১১, শহীদ ৬ রানে ব্যাট করছেন।

বুধবার দিনের চতুর্থ ওভারেই প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব আল হাসান। দিনের খেলা ১৪ মিনিট না যেতেই জুলফিকার বাবরের বলে লেগ স্লিপে ধরা পড়েন সাকিব ২৫ রান করে।

ষষ্ঠ উইকেটে মুশফিক-সৌম্য সরকার ভালোই ব্যাটিং করছিলেন। তাদের জুটি দলীয় স্কোর ৪০০ রানের সম্ভাবনাই জাগিয়েছিল। কিন্তু ৬২ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা সৌম্য আউট হলে। হাফিজের বল লং অফ দিয়ে মারতে গিয়ে আসাদ শফিকের হাতে ক্যাচ দেন সৌম্য। তিনি ৩৩ রান করেন। অধিনায়ক মুশফিকও স্থায়ী হতে পারেননি। ৩২ রান করে তিনি সহজ ক্যাচ দেন মিসবাহর হাতে। পরে ইয়াসির শাহ বোল্ড করেছেন তাইজুল ইসলামকে।