Home > খেলা > একদিন আগেই ঢাকা ছাড়লেন ধোনির টিম ইন্ডিয়া

একদিন আগেই ঢাকা ছাড়লেন ধোনির টিম ইন্ডিয়া

নির্ধারিত সময়ের একদিন আগেই ঢাকা ছাড়লেন ধোনির টিম ইন্ডিয়া। পূর্ব নির্ধারিত সফর সূচি অনুযায়ী শুক্রবার ঢাকা ছাড়ার কথা থাকলেও, বৃহস্পতিবার সকালে দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে দেশে ফিরেছেন সাবেক চ্যাম্পিয়নরা। তবে টিম অফিশিয়াল ও অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন দেশে ফিরবেন কাল নির্ধারিত সময়েই।

এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে বাংলাওয়াশ থেকে রক্ষা পেলেও সিরিজ হার এড়াতে পারেনি ধোনিবাহিনী। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিলো টাইগাররা। ঐতিহাসিক সিরিজ হারের আক্ষেপ থেকেই হয়তো নির্ধারিত সময়ের অনেক আগেই ঢাকা ছাড়লো টিম ইন্ডিয়া। আজ সকাল ১০টা ও ১২টার দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে ঢাকা ছেড়েছেন সফরকারীরা।

অন্যদিকে, টাইগার ক্রিকেটারটাও হোটেল ছাড়তে শুরু করেছেন। তাদের সবার কণ্ঠেই বাংলাওয়াশ হাতছাড়া হওয়ার আক্ষেপ। সেই সাথে দৃঢ় প্রত্যয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের সফলতার ধারা অব্যাহত রাখা।