অবশেষে রাজ্জাককে ফেরত দিল মায়ানমার

15

অবশেষে বিজিবির নায়েক রাজ্জাককে ফেরত দিল মায়ানমার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ৪টার দিকে বিজিবির প্রতিনিধি দল তাকে নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে।

কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় মায়ানমারের মংডু শহরে বিজিপির নন্দি হলে এ পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকেলে ৪টার দিকে তাকে নিয়ে বিজিবির সাত সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের পথে রওয়ানা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঘুমধুম সীমান্ত দিয়ে সাত সদস্যের প্রতিনিধি দল মংডু যায়। প্রতিনিধি দলটির নেতৃত্ব ছিলেন টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজর আল জাহির।

এছাড়াও স্টাফ অফিসার মেজর মাহবুব সাদেক ও মেডিক্যাল অফিসার মেজর শাহ আলম উপস্থিত ছিলেন।

এসময় নায়েক রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র ও গোলাবারুদ ফেরত দেওয়া হয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যায়।

মায়ানমারের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ২ বর্ডার গার্ড পুলিশের অধিনায়ক লে. কর্নেল থি হান।

১৭ জুন নাফ নদীতে টহলরহ অবস্থায় নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।