অন্য দেশের হলে নোবেল পুরস্কার দেওয়া হতো

27

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি নিয়ে বলেছেন, বাংলাদেশের খবরের কাগজে দেখলাম অনেকে বলেছেন এটা বার্লিনের দেওয়াল ভেঙে পড়ার মতো। অন্য দেশের হলে নোবেল পুরস্কার দেওয়া হতো। কিন্তু আমরা গরীব দেশ। তবে একসঙ্গে চললে সবাই দেখবে এরা এক সঙ্গে এগিয়ে চলছে।

রোববার(৭ জুন’২০১৫)রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উন্মুক্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এ বক্তৃতা অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্থল সীমান্ত চুক্তি শুধু জমির সমাধান নয়। এ চুক্তি ২ দেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতু তৈরি করেছে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।