রিংটোন-ওয়েলকাম টিউনে হিন্দি গান নয়

207

মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে হিন্দি গানের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এক রিট ‍আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের পর মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের জানান, ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার গানসহ উপমহাদেশের যে কোনো গান রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে এ গানগুলো কেন রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

এর আগে, জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। গত ১১ মে আপিল বিভাগ ওই রায় বহাল রাখায় মোবাইল ফোনের রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যায় না।