ঢাকা সফরকালে জনসম্মুখে বক্তব্য রাখবেন মোদি

87

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে জনসম্মুখে বক্তব্য রাখবেন। এর আগে চীনসহ যেসব দেশ সফর করেছেন সবখানেই জনসম্মুখে বক্তব্য রেখেছেন তিনি।
পররাষ্ট্র সচিব শহীদুল হক আজ রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী জনসম্মুখে বক্তব্য রাখবেন। তবে কোথায় অনুষ্ঠানটি হবে এখনও নিশ্চিত হয়নি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নরেন্দ্র মোদি হিন্দি ভাষাতেই বক্তব্য রাখতে পারেন। এতে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরো দৃঢ় করতে তার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরতে পারেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হতে পারে। শহীদুল হক জানান, এখন পর্যন্ত আগামী ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। মিডিয়ার খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ হয়ে সড়কপথে মোদির বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিব বলেন, এমন কোনো সম্ভাবনার কথা আমার জানা নেই। মোদির সফরে বাংলাদেশের প্রত্যাশা কি- জানতে চাওয়া হলে শহীদুল হক বলেন, ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাস করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ভারতের প্রধানমন্ত্রী সেই প্রত্যাশা পূরণ করেই ঢাকা আসছেন। কেবল প্রধানমন্ত্রী হিসাবেই নয়, ব্যক্তি মোদির প্রথম বাংলাদেশ সফর এটি। তাই তিনি অনেক কিছু জানতে চাইবে, বুঝতে চাইবেন- এটাই স্বাভাবিক।