ভারতকে দেখিয়ে দেব : মুশফিক

66

বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম বলেছেন, আগামী মাসে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এরপর ভারতও আসবে। তারা এলে প্রমাণ করে দেবো আমরা কতটুকু ক্রিকেট খেলতে পারি।  মুশফিককে শনিবার গণসংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর শনিবার বিকেলে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিকুর রহীম বলেন, বাংলাদেশের ক্রিকেট কতদূর এগিয়েছে এবারের বিশ্বকাপে আমরা তা প্রমাণ করেছি। কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে দেশের জন্য। তিনি বলেন, আগামী মাসে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এরপর ভারতও আসবে। তারা এলে প্রমাণ করে দেবো আমরা কতটুকু ক্রিকেট খেলতে পারি। এ বছরের মধ্যেই বগুড়ায় একটি ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মুশফিকুর রহীম বলেন, বগুড়া থেকে নতুন ক্রিকেটার বেরিয়ে আসছে না এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। আমরা আশা করছি ক্রিকেট অ্যাকাডেমি গড়ে উঠলে এ সঙ্কট কেটে যাবে। সুষ্ঠু পরিচর্যা করা গেলে অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে যারা জাতীয় দলে সুযোগ করে নিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবার দোয়া কামনা করেন মুশফিকুর রহীম। সংবর্ধনা উপলক্ষে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী উপস্থিত হন। তারা মুশফিকুর রহীম ও বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে নানা স্লোগান দেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুশফিকুর রহীমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। পরে বিভিন্ন সংগঠন ও ক্রিকেটভক্তরা ফুল দিয়ে সংবর্ধনা জানান।