যুক্তরাজ্যের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

67

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ভোটের ফলাফলও হাতে আসতে শুরু করেছে।
মোট ৬৫০টি আসনের মধ্যে সর্বশেষ ৯৭টি আসনের ফল পাওয়া গেছে।
এর মধ্যে ৩৭টি আসন পেয়েছে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৪টি আর স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ২২টি আসন।
এখন পর্যন্ত আসা ফলে লেবার পার্টি এগিয়ে থাকলেও এক্সিট পুল বা বুথ ফেরত জরিপের ফল জানিয়েছে, এবারে নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি পাবে।

তবে, কোনও একক সংখ্যাগরিষ্ঠতা কোন দল পাবে না বলেও আভাস দিয়েছে সেই জরিপ।
এক্সিট পুল জরিপের তথ্য মতে, বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের দল কনজারভেটিভ পার্টি পাবে ৩১৬টি আসন— একক সংখ্যাগরিষ্ঠতা থেকে যা মাত্র ১০টি আসন কম।
কেননা একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে দরকার ৩২৬টি আসন।
এছাড়া, প্রধান বিরোধী দল লেবার পার্টি পাবে ২৩৯টি আসন।

আর কনজারভেটিভ পার্টির শরিক লিবারেল ডেমোক্রেট-এর আসন সংখ্যা আগের বারের নির্বাচনের চেয়ে অনেক বেশি কম হবে বলে আভাস দিচ্ছে এই জরিপ।
এরা বলছে, ডেমোক্রেটরা এবারে মোট ১০টি আসন পাবে।
এই জরিপের সবচেয়ে বিস্ময়কর তথ্য হিসেবে উঠে এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টি বা এসএনপি ফল।
বলা হচ্ছে, স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৮টি আসনেই বিজয়ী হবে এসএনপি।
স্কটল্যান্ডে এসএনপির জয় এমনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে যে, স্কটল্যান্ডের ক্লার্কস্টোন আসনে এসএনপির ২০ বছরের বয়সী প্রার্থী মেহ্‌ইরি ব্ল্যাক-এর কাছে হেরে গেছেন স্কটিশ লেবার পার্টির নেতা জিম মারফি।

সূত্রঃবিবিসি