বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট হঠাৎ বন্ধ

42
সংবাদমাধ্যম

ফিনান্সিয়াল টাইমস, সিএনএন, এবং ব্লুমবার্গ নিউজসহ নিউজ আউটলেট দ্বারা পরিচালিত একাধিক ওয়েবসাইট মঙ্গলবার বিশ্বজুড়ে হয়ে গেছে।

কাতারভিত্তিক আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমানে সেটি চালু হয়েছে। ফ্রান্সের লে মোনডে সংবাদপত্রটি গ্রিনিচমান সময় ১০টার দিকে ত্রুটি প্রদর্শন শুরু করে।

এর বাইরে, অ্যামাজন ডটকমের ওয়েবসাইটটিও সমস্যার পড়ে বলে মনে হয়েছিল। আমাজন সাইটে মন্তব্য করার সুযোগ উপলব্ধ ছিল না।

ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে সমস্যা হয়েছে। অন্যান্য ব্রিটিশ কিছু সংবাদমাধ্যমের সাইটগুলিও তত্ক্ষণাত লোড হচ্ছিল না। যুক্তরাজ্য সরকারের মূল ওয়েবসাইটটিও বন্ধ ছিল।

বিবিসি এবং নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট সাময়িক বন্ধ ছিল, তবে কিছুক্ষণ পরে তা ফিরে আসে।

সাইটে ঢুকলে “Error 503 Service Unavailable” এবং “connection failure” দেখাচ্ছিল।

গ্রিনিচমান সময় ১১টায় দিকে সমস্যা সমাধান হয়েছে। সাইটগুলোতেও ঢোকা যাচ্ছে। জানা গেছে সানফ্রান্সিসকোভিত্তিক একটি ক্লাউড সার্ভিস কোম্পানির সার্ভারে সমস্যা হওয়ায় এ ঘটনা ঘটেছে।

প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টার পর সমস্যা চিহ্নিত করে তা সমাধান করেছে কোম্পানিটি। তবে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা কিছুটা ধীরগতির সম্মুখীন হতে পারে।

সূত্র : আলজাজিরা