ফের বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ

9

ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান শুক্রবার বোমাতঙ্কে জরুরি অবতরণে বাধ্য হয়। বিমানটিতে বোমা হামলা চালানো হবে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে হুমকি দেয়ার পর এই ঘটনা ঘটে।

পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র জে.এ. বারাতা এএফপিকে জানান, সাউথ সুলাওয়েসিতে জরুরি অবতরণের পর পুলিশের বোমা নিষ্ক্রিয় স্কোয়াডের সদস্যরা বাটিক এয়ার বিমানটিতে তল্লাশি চালায়। বিমানটিতে ১২২জন যাত্রী ছিল। বিমানটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় অ্যাম্বোন নগরী থেকে রওনা দেয়।

তিনি আরো জানান, বিমানটি জাকার্তার দিকে রওয়ানা দেয়ার সময় আম্বোনের একটি এয়ার কন্ট্রোল ট্রাফিককে টেক্সট ম্যাসেজের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়।

তিনি বলেন, ‘একটি বোমা হামলা চালানোর হুমকি বাটিক এয়ার ফ্লাইটকে আজ সকালে মাকাসারের সুলতান হাসানুদ্দিন বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য করে।’

বাটিক এয়ার লায়ন গ্রুপের একটি অংশ। গ্রুপটি ইন্দোনেশিয়ার সবচেয়ে কম খরচের বিমান পরিচালনা করে।
বারাতা জানান, পুলিশ তল্লাশি চালিয়ে বোমার সন্ধান পেয়েছে কিনা তা এখনো জানা যায়নি।