ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত

13

ফিলিস্তিনের পশ্চিম তীরের ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ইসরাইল জেনিন নগরীর একটি শরণার্থী শিবিরে গ্রেফতার অভিযানে এলে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও নিরাপত্তা সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, ২৩ বছর বয়সী ইজেদাইন ঘোরা নামের ওই ফিলিস্তিনি নাগরিকের হাতে ও বুকে দুটি গুলি লাগে। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সীমান্ত পুলিশ বাহিনী গ্রেফতার অভিযান চালাতে জেনিনের ওই শরনার্থী শিবিরে অভিযান চালায়। তখন এক সন্দেহভাজন পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারার চেষ্টা করে।
এতে বলা হয়, এ সময় সীমান্ত পুলিশের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে মারাত্মকভাবে আহত হন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।