হিলারির বিরুদ্ধে চুরির অভিযোগ!

19

এএফপিসাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে উইকিলিকস।
গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআই জানায়, গত রোববার টুইটারে দেওয়া এক বার্তায় হিলারির বিরুদ্ধে এ অভিযোগ তোলে উইকিলিকস।
উইকিলিকসের ভাষ্য, ‘হিলারি ক্লিনটন আমাদের প্রবর্তিত উইকিলিকস টুইটারের নকশা চুরি করেছেন।’
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে হিলারির ব্যবহার করা লোগোটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া বলে দাবি ওয়েবসাইটটির।
টুইটারে নিজেদের ও হিলারির লোগো পাশাপাশি রেখে মিল-অমিল দেখিয়েছে উইকিলিকস। উইকিলিকসের লোগোতে লাল রঙের একটি তীর-চিহ্ন রয়েছে। হিলারির ‘এইচ’ লেখা লোগেতেও একই ধরনের একটি তীর-চিহ্ন দেখা যায়।
চলতি সপ্তাহের শুরুতে ৬৭ বছর বয়সী হিলারি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।