ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব

14

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার লক্ষ্যে প্রথম আনুষ্ঠানিক কোনো প্রস্তাব উঠল মার্কিন সংসদে। তবে তা প্রত্যাখ্যান করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।

টেক্সাসের ডেমোক্রেট প্রতিনিধি আল গ্রিন অভিশংসন প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। ডেমোক্রেটিক পার্টির নেতারাই বলেছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার সময় এখনও হয়নি। প্রতিনিধি পরিষদের ৩৬৪ জন আইনপ্রণেতা প্রস্তাবটি প্রত্যাখ্যানের পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে মাত্র ৫৮ জন ভোট দিয়েছেন এর বিপক্ষে। ১৯৪ জন ডেমোক্রেট আইনপ্রণেতার মধ্যে ১২৭ জনই এর বিপক্ষে ভোট দিয়েছেন। তবে এই ভোটাভুটি অভিশংসন আর্টিকেলের ব্যাপারে নয় বরং প্রস্তাব আকারে টেবিলে উত্থাপন নিয়ে। খবর এএফপি ও দ্য ইন্ডিপেনডেন্টের।

প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্রেটদের নেতা ন্যান্সি পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদিও এমন কিছু বিবৃতি ও কাজ করেছেন, যা বেশিরভাগ মার্কিনিদের প্রত্যাশার বাইরে গেছে। তবে কংগ্রেস কমিটিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করতে সময় দেয়াটাও গুরুত্ব্পূর্ণ।’

তিনি আরও বলেন, ‘স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্ত প্রক্রিয়া দ্রুতই এগোচ্ছে। এই তদন্তগুলো অব্যাহত রাখতে হবে। অভিশংসনের আর্টিকেলটি নিয়ে চিন্তা-ভাবনা করার সময় এটা নয়।’

আল গ্রিন চলতি বছরের অক্টোবরে প্রস্তাবটি উত্থাপন করেন। বুধবার এ ব্যাপারে ভোটাভুটি হয়। আইনপ্রণেতাদের প্রতি এক চিঠিতে গ্রিন বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি।