Home > বিশ্বজুড়ে > অভিনয় শুরু করল ওবামা কন্যা মালিয়া

অভিনয় শুরু করল ওবামা কন্যা মালিয়া

লেখাপড়ার ফাঁকে ফাঁকে অভিনয় শুরু করল ওবামা কন্যা মালিয়া। মার্কিন পরিচালক এবং লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’-এ অভিনয় শুরু করছে মালিয়া।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগেও হ্যালে বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেছে মালিয়া। তবে ‘গার্লস’-এর সেটে মালিয়াকে প্রথম দেখা গেল। বিতর্কিত কমেডি-ড্রামা ‘গার্লস’ ভাষা বা গল্পের দিক থেকে বেশ সাহসী। বহুদিন ধরেই লেনা ডানহ্যামের এই সিরিয়ালের ভক্ত মালিয়া। মেয়ের এই প্রীতি নিয়ে দুশ্চিন্তার কথাও শোনা গিয়েছে বাবা ওবামার মুখে। কিন্তু ১৭য় পা দেওয়া মালিয়াকে পছন্দের কাজ করতে আটকাতে পারেননি প্রেসিডেন্ট।

চলতি বছরের গোড়ায় ডানহ্যাম হোয়াইট হাউসে গেলে তার কাছে ইচ্ছার কথা জানায় মালিয়া। তখনই কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে। আর তার জেরেই ইতিমধ্যেই ‘গার্লস’-এর সেটে দেখা যাচ্ছে মালিয়াকে। ব্রুকলিনের এক রেস্তোরাঁয় শুটিংয়ের সময় স্পটের আশপাশ থেকে ভিড় সরানোর কাজ করছিল সে। আগামী বছর ওয়াশিংটনের প্রাইভেট সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে পাশ করে বেরোবেন মালিয়া। সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঢুঁ মারতেও দেখা গিয়েছে তাকে।