অ্যালেক্সাই নাভালনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর  সমালোচক। বিষ থেকে বেঁচে যাওয়া এক রাজনীতিবিদ। রাশিয়ার বিরোধীদলীয় নেতা।

দীর্ঘদিন যাবৎ রাশিয়াতে সংস্কারের জন্য ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন তিনি। আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে ভ্লাদিমির পুতিনের আনা সাংবিধানিক সংস্কারের ভোটকে তিনি “ক্যু” বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন ওই সংস্কার “সংবিধানের লঙ্ঘন”। নাভালনি ভ্লাদিমির পুতিনের অধীনে প্রেসিডেন্ট ব্যবস্থাকে “রাশিয়ার রক্তকে চুষে খাওয়ার” সঙ্গে তুলনা করেছিলেন।

অ্যালেক্সাই নাভালনিকে এত ভয় কেন পুতিনের?