Home > খেলা > শ্রীলংকার নতুন ফিল্ডিং কোচ জন্টি রোডস

শ্রীলংকার নতুন ফিল্ডিং কোচ জন্টি রোডস

পাকিস্তান সিরিজের আগে জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে শ্রীলংকা পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান জন্টি রোডস। বুধবার শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) দেয়া বিবৃতিতে জানানো হয়, সংক্ষিপ্ত সময় মাত্র দশ দিনের জন্য ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন রোডস।

আগামী মাসে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে শ্রীলংকায় পৌঁছেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ রোডস।

এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয় কোচ, জাতীয় দলের খেলোয়াড়, বয়স ভিত্তিক, জুনিয়র ও একাডেমিক দলকে ফিল্ডিংয়ের অত্যাধুনিক কৌশল শেখাবেন রোডস।’

আগামী জুন-জুলাইয়ে প্রস্তাবিত সফরে স্বাগতিক দলের বিপক্ষে পাকিস্তান তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই টি-২০ ম্যাচের সিরিজ খেলবে।