মমিনুল-রিয়াদের ব্যাটে লড়ছে বাংলাদেশ

18

টস জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম।

উদ্বোধনী জুটিতে সতর্ক সূচনা করেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দলীয় ৫২ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ইয়াসির শাহের বলে আজহার আলীর তালুবন্দির হওয়ার আগে তামিম করেন ২৫ রান।

সেখান থেকে ৪০ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও মুমিনুল হক। দলীয় ৯২ রানে টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন হয়। মোহাম্মাদ হাফিজের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস। তিনি ১৩০ বলে ৬ চারে ৫১ রান করেন।

এরপর দলের হাল ধরেছেন মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনে অবিচ্ছিন্ন থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিবেদন পর্যন্ত তাদের জুটিতে এসেছে ৪৭ রান।

বাংলাদেশের সংগ্রহ ৫৫ ওভার শেষে ১৩৯/২। ক্রিজে আছেন মুমিনুল ৩৩ এবং ২৭ রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশের পক্ষে এই ম্যাচে অভিষেক হয়েছে সৌম্য সরকার এবং মোহাম্মদ শহীদের। পাকিস্তান তাদের একাদশে সাঈদ আজমলকে রাখেনি। দলটিতে অভিষেক হয়েছে সামি আসলামের।

বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৮টি টেস্ট খেলেছে, যার সবকটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ।