ভারতকে ২৮৮ রানের টার্গেট জিম্বাবুয়ের

58
জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ব্রেন্ডন টেলর। ক্যারিয়ার-শেষের ইনিংসটিকে রাঙিয়ে নিলেন সেঞ্চুরি করে। তার ১৩৮ রানে ভর করে ভারতের বিপক্ষে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে জিম্বাবুয়ে।
পুল ‘বি’তে টানা ষষ্ঠ ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ২৮৮ রান।
অকল্যান্ডে গ্রুপ পর্বে দুই দলেরই সর্বশেষ এই ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৩ রানের মধ্যেই জিম্বাবুয়ের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে তুলে নেন তিন পেসার মোহাম্মদ শামি, উমেশ যাদব আর মোহিত শর্মা।
চতুর্থ উইকেটে শেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে তোলেন ব্রেন্ডন টেলর। এলটন চিগম্বুরার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা টেলরের  এটি জিম্বাবুয়ের হয়ে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
উইলিয়ামস ৫০ করে আউট হলেও টেলর এগিয়ে গেছেন ১৩৮ রান পর্যন্ত। এই রানের মাধ্যমে জিম্বাবুয়ের হয়ে বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির রেকর্ড তো করেছেনই, এই মুহুর্তে হয়ে গেছেন চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও।
১১০ বলে খেলা ১৩৮ রানের অনবদ্য ইনিংসে টেলর ১৫ চারের পাশাপাশি ৫টি ছয় মেরেছেন।
শেষদিকে সিকান্দার রাজার ২৮ আর ক্রেইগ আরভিনের ২৭ রানে তিনশ’র কাছাকাছি স্কোর গড়ে জিম্বাবুয়ে।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন তিন পেসার শামি, যাদব ও শর্মা।