তামিমকে ধাক্কা দেওয়ায় রুসোর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা

26

পার পেলেন না রাইলে রুসো। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে তার দ্বিতীয় ওয়ানডের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার অপরাধ, কাগিসো রাবাবার বলে আউট হয়ে ফেরার সময় কাঁধ দিয়ে তিনি ধাক্কা দিয়েছেন তামিমকে। ওই ম্যাচে ৫ রান করে দ্বিতীয় ওভারেই আউট হন তামিম।
মিরপুরের ওই ম্যাচে তামিমকে রাবাদা বোল্ড করার পর প্রোটিয়া খেলোয়াড়রা ছুটে যান রাবাদার দিকে। তাকে অভিনন্দন জানাতে। এই সময়ে তামিমকে ধাক্কা দিয়ে যান রুসো। ঘটনাটা এতটাই আকস্মিক যে আম্পায়ার সম্ভবত বিষয়টি খেয়াল করেননি। তামিম আম্পায়ারকে ঘটনাটা জানান।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২.৭ আর্টিকেল ভেঙেছেন রুসো। এই অধ্যায়ে বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ইচ্ছা করে বা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ কারো শারীরিক লাঞ্চনার কারণ হতে পারবে না। তা হলে শাস্তি অনিবার্য। তেমনটা ঘটেছিল ভারাতের বিপক্ষে সিরিজের সময়। ভারতীয় অধিনায়ক এম এস ধোনি বাংলাদেশি পেসার মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন। ধোনির সাথে জরিমানা হয়েছিল মুস্তাফিজেরও। এবার ম্যাচ রেফারি ডেভিড বুন রুসোকে করেন জরিমানা। এর জন্য অবশ্য কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। শাস্তি মেনে নিয়েছেন রুসো।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here