গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ

21

ঢাকা: বাংলাদেশ-ভারতের জনসংখ্যা প্রায় দেড়শ কোটি। সবচেয়ে বেশি মানুষের প্রতীক্ষিত ম্যাচটিই এখন মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে। উপলক্ষটাকে উদযাপন করতে উদ্যোগী হয়েছে সার্চ ইঞ্জিন গুগলও।

গুগলের ডুডলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচকে। এতে বাংলাদেশ-ভারতের পতাকার লাল-সবুজ ও নীল রং পাশাপাশি যুক্ত করা হয়েছে। ইংরেজি গুগল শব্দের ছয়টি বর্ণ তৈরি করা হয়েছে ছয়জন ব্যাটসম্যানের প্রতীক হিসেবে।

এতে প্রথম তিনজন বাংলাদেশের, পরের তিনজন ভারতের। তারা সবাই ব্যাট করার ভঙ্গিতে রয়েছে। ডুডলের ক্যাপশনে লেখা রয়েছে- ‘It’s India vs Bangladesh in the Quarter-Finals’।