শনিবার ফাঁসি কার্যকর করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

25

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির বিষয়ে বলেছেন ফাঁসি আজ শুক্রবার নয়; আগামীকাল শনিবার কার্যকর করা হবে।

শুক্রবার রাতে এবিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে মুঠোফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

কামারুজ্জামানের ফাঁসি রায় রাতেই কার্যকর হচ্ছে-এমন খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই গণমাধ্যমের কর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান। সন্ধ্যায় কারাগার ও এর আশপাশে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে অবস্থান নিতে দেখা যায়।

এরপর রাত নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী কারাগার থেকে পুলিশের একটি গাড়িতে করে বের হয়ে যান। এরপরই গুঞ্জন শুরু হয় কামারুজ্জামানের ফাঁসির রায় আজ কার্যকর হচ্ছে না।

এ ব্যাপারে নিশ্চিত হতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এতথ্য নিশ্চিত করেন।