মাহিদুর-আফসারের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত

46

মানবতাবিরোধী অপরাধের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের দুটি প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (২০ মে) একাত্তরের মুক্তিযুদ্ধে শিবগঞ্জ উপজেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারী মাহিদুর-আফসারের মামলার এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মাহিদুর রহমান ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আফসার হোসেন চুটু হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরসহ তিনটি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ৩(২)(এ), ৩(২)(সি), ৩(২)(জি), ৩(২)(আই) এবং ২০ (২) ধারায় আনা হয়েছে এসব অভিযোগ।