জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

26

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল চলবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রতিবাদে শনিবার এ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

হরতালের সমর্থনে গতকালই রাজধানীর মগবাজার, রায়েরবাগ, মতিঝিল, ধানমণ্ডিসহ বিভিন্ন স্পটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির। রায়েরবাগে হরতালের সমর্থনে শিবিরের মিছিলে পুলিশ, যুবলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।

এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে।