কাওড়াকান্দিতে ঢাকামুখী যাত্রীদের ভিড়

48

মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে বুধবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। ঈদ শেষে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানী ঢাকায় ছুটছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ।
ফেরিতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যাত্রীদের টিকেট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠতে দেখা গেছে।
এদিকে কাওড়াকান্দি থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা নদী পাড়ি দিতে দেখা গেছে। আবার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগও করেছেন কেউ কেউ।
কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘাট এলাকায় যানবাহনের তেমন কোনো চাপ নেই। তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ কিছুটা বেশি থাকলেও যানবাহন সঙ্কটে ভুগছে ফেরিগুলো। হয়ত বিকেল নাগাদ এর চাপ কিছুটা বাড়তে পারে।