কর কমলো পোশাক ও শিক্ষাখাতে

21

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাকখাতে প্রস্তাব করা উৎসে কর কামানো হয়েছে। এ খাতের উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬ শতাংশ করা হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে বেসরকরি পর্যায়ে উচ্চশিক্ষা খাতে আরোপ করা ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)। তা কমে হয়েছে সাড়ে ৭ শতাংশ।

এছাড়া ইউনানি ওষুধের উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। আর ক্যান্সার চিকিৎসা সামগ্রীর ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব তথ্য সংসদকে জানান।

এ সময় অর্থমন্ত্রী আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবৃদ্ধি ৬ শতাংশের ব্যারিয়ারে (বাধা) আটকে আছে। তা আগামী অর্থবছরেই অতিক্রম করবে।