৩ দিনে সফরে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব

43

তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশিদ আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এএফএম গাউসুল আজম সরকার।

সূত্র জানিয়েছে, ২২-২৭ নভেম্বর ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশ মাল্টায় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ২৪ সেপ্টেম্বর নিউইওয়র্কে হবে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।

এ দুই সম্মেলনসহ বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছেন কমলেশ শর্মা।

সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে তিনি আসছে সম্মেলনের আমন্ত্রণ জানাবেন।

শনিবার সকাল ১১টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওইদিন রাতে তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এএইচ মাহমুদ আলী)।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কমনওয়েলথের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অংশ নেবেন এএইচ মাহমুদ আলী। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তার।

২০০৮ সালের ১ এপ্রিল থেকে কনওয়েলথের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা।