Home > বাছাইকৃত > শুক্রবার ঢাকায় হেফাজতের বিক্ষোভ

শুক্রবার ঢাকায় হেফাজতের বিক্ষোভ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারের পর জামিনে সদ্য বেরিয়ে আসা আব্দুল লতিফ সিদ্দিকীর ফের গ্রেফতারের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা।

আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা এ বিক্ষোভ করবে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আহবায়ক আল্লামা নুর হোসেন কাশেমী এ বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দেন।

অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে রমজানের পর কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুমকি দেন হেফাজত নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সদস্য সচিব জুনাইদ আল হাবিব, নায়েবে আমির উবায়দুল্লাহ ফারুক, হেফাজত নেতা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতী মনির হোসেন, ফজলুল করিম কাশেমী ও মুফতী জাকির হোসেন প্রমুখ।