ভোটকেন্দ্র দখলে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।

বার্নিকাট বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকার অভিযোগ নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত। অবিলম্বে এসব কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশের ব্যবস্থা করা উচিত।’

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ৫০০টি কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের তুলে নেওয়ার অভিযোগও করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

এসব ঘটনায় উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।

Scroll to Top