Home > বাছাইকৃত > ভূমিকম্পে স্কুলের ভবন ধসে প্রধান শিক্ষকসহ আহত ১০

ভূমিকম্পে স্কুলের ভবন ধসে প্রধান শিক্ষকসহ আহত ১০

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ধসে গেছে। এসময় ওই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে সারাদেশেসহ ময়মনসিংহ জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এসময় এই দুর্ঘটনায় হয়।

ধোবাউড়া উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।