Home > বাছাইকৃত > বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শপথ নেয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানালেন নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। বুধবার সকালে তারা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান।

নতুন এই পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন- আসাদুজ্জামান খান কামাল, ইয়াফেস ওসমান এবং নুরুল ইসলাম বিএসসি, তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ।

শ্রদ্ধা নিবেদনের পর তারা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তা বজায় রাখার চেষ্টা করবো।’ মন্ত্রিসভায় ঠাঁই দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম আওয়ামী লীগের এই নেতা।

এসময় অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও আস্থার প্রতিদান দেয়ার অঙ্গীকার করেন।